হাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ফরহাদাবাদ ইউনিয়ন চ্যাম্পিয়ন

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব১৭ ফুটবল টুর্নামেন্ট হাটহাজারী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গত শনিবার হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টাইব্রেকারে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৫৪ গোলে হাটহাজারী স্পোর্টস ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে এই খেলা ১১ গোলে ড্র হয়। খেলায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকতুল আলম, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, হাটহাজারী মডেল থানার ওসি মো. আমির হোসেন, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, অতিঃ সাধারণ সম্পাদক মো. শাহেদুল হক খোকন, নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ, বিজয় দে, মো. রাশেদ, সিরাজদ্দৌলা মেহেদী, ইঞ্জিনিয়ার মুহিবুল হক, মো. শাহেদুল আলম শাহীন, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক মো. রুবেল, হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদী, মো. হোসেন, মহিলা কাউন্সিলর নুর জাহান, ইসমাঈল জসিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাফের সেমি-ফাইনালে ভারত ও কুয়েত
পরবর্তী নিবন্ধরাকিবের ভাবনায় এখন কেবলই ভুটান ম্যাচ