হাটহাজারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বঙ্গবন্ধুবঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার সম্পন্ন হয়েছে। হাটহাজারী পার্বতি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মির্জাপুর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ গোলে গড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বাথুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে কাজীরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার নির্দিষ্ট সময়ে কোন পক্ষ গোল করতে পারেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় উপনেতা সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনূস গনি চৌধুরী, পৌরসভার প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন জীবন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪৫তম ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শুরু হচ্ছে আন্তঃ স্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট