হাটহাজারীতে ফয়জুল্লাহ মিয়া উকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর জিনত আলী শাহ স্মৃতি সংসদের আয়োজনে ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফয়জুল্লাহ মিয়া উকিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সম্প্রতি ফতেপুর ইউনিয়নে মজলিস দিঘী সংলগ্ন মাঠে জিনত আলী শাহ স্মৃতি সংসদের সভাপতি ওয়াহিদুল আলম রিয়াদের

 

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জায়নুল আবেদিন। উদ্বোধনী খেলায় মকবুল শাহ্‌ একাদশ টাইব্রেকারে ২১ গোলে ফতেপুর ড্রিমস ভিউ ক্লাবকে পরাজিত করে। সংগঠনের সাধারণ সম্পাদক সাদাফ আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ রফিক মিয়া, ইদ্রিস মিয়া, শফি মিয়া,আব্দুছ সালাম, শাহ আলম, নাঈম উদ্দিন, রুবি আকতার, মুছা ছিদ্দীকি, রাসেল মনি, আব্দুল হামিদ, মুহাম্মদ বেলাল, নিলুফার ইয়াসমিন ও বিবি ফাতেমা। অনুষ্ঠানে বক্তব্য দেন মুহাম্মদ আইয়ুব, ইকবাল জনি, মহিন উদ্দিন জিকু, বোরহান উদ্দিন।

উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ দৌলত, জাকের হোসেন বাবলু, জাকির আহম্মদ, জহিরুল ইসলাম রবিন, মহিন উদ্দিন সবুজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পিয়াল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সবুজ বাংলা একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত