হাটহাজারীতে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ২:৪৩ অপরাহ্ণ

হাটহাজারীতে বাসার ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জোবায়ের (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই ইউপির ১নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ এলাকার কোরবান আলী চৌধুরী বাড়ীর জাফরের পুত্র।

জানা যায়, শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলতে গিয়ে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ফ্রিজ স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় জোবায়ের। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে কর্ণফুলী পেপার মিলে আগুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ১