হাটহাজারীতে এবার একটি ব্রিজের নিচের ডোবা থেকে আনুমানিক ৬২ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে সেতুর নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
হাটহাজারী থানার উপ–পরিদর্শক মো. আল আমিন বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে–উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের। গতকাল সোমবার বিকালের দিকে তাকে অনেকেই ভিক্ষা করতেও দেখেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে ঘটনা কী।
এর আগে গত সোমবারও হাটহাজারী থানা পুলিশ মদুনাঘাট এবং পৌরসভা এলাকা থেকে অজ্ঞাতনামা দুটি লাশ করেছিলো।










