হাটহাজারীতে ফের অজগর সাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আবারও প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের ও ১৩ কেজি ওজনের আরেকটি অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। গতকাল রোববার রেসকিউ টিমের সমন্বয়ক রাকিব বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন। গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে সাপটিকে রেসকিউ করা হয়।

জানা যায়, গত শনিবার রাতে উল্লেখিত এলাকায় স্থানীয়রা সাপটিকে দেখতে পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সমন্বয়ক রেজাউল করিম রাকিবকে খবর দিলে সে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে রেসকিউ করে নিরাপদ হেফাজতে নেয়। এসময় স্নেক রেসকিউ টিমের সদস্য মামুনও উপস্থিত ছিলেন। তিনি জানান, গত শুক্রবার উপজেলার মির্জাপুর ইউপির চারিয়া মুরাদপুর এলাকা থেকেও প্রায় ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছিলো রেসকিউ টিমের সদস্য রাকিব। স্থানীয়রা জানান, বনখোকোরা বন উজাড় করার কারণে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হুমকির মুখে পড়ায় এসব প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। এছাড়া টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের সাথেও এসব প্রাণী লোকালয়ে এসে পড়ছে বলে জানান তারা। রেসকিউ টিমের সমন্বয়ক উদ্ধারকারী রাকিব জানান, উদ্ধার করা অজগর সাপটির ওজন প্রায় ১৩ কেজির মতো। বন বিভাগের সাথে কথা বলেছি, আজকেই ওটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘সমন্বয়ের মাধ্যমে ফটিকছড়িকে এগিয়ে নিতে হবে’
পরবর্তী নিবন্ধজাতীয়ভাবে হিজরি নববর্ষ উদযাপনের দাবি