হাটহাজারীতে প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকানের পূর্ব ও পশ্চিম পার্শ্বের খেলোয়াড়দের ৪ টি দলে ভাগ করে প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সাবেক কৃতি ফুটবলার বর্তমানে প্রবাসী জানে আলমের সার্বিক তত্ত্বাবধানে সাবেক ফুটবলার তাজুরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত শুক্রবার বিকালে স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের সেরা খেলোয়াড় একমাত্র গোলদাতা ইসাম, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হন জানে আলম। ফাইনালে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক। অশোক কুমার দে এর সভাপতিত্বে মনসুরের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক শেখ আহমদ, সমাজসেবক জাফরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব রায়, তাজুরুল ইসলাম, মফিজ, তৌহিদ, রাজিব চৌধুরী, নুরুল আলম, পারভেজ, অঞ্জন, মোস্তাক, রহিম, ডা. প্রণব, শুক্কুর, জানে আলম,হামিদ উল্লাহ প্রমুখ। খেলায় রেফারী হিসেবে ছিলেন সাবেক কৃতি ফুটবলার বিশ্ব রায়।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত