হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৯ অপরাহ্ণ

হাটহাজারীতে গলায় রশি লাগিয়ে রহিমা বেগম(৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কামাল পাড়ার সুলতান বলির বাড়ির শফি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম ওই ভবনের প্রবাসী মো. শফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাসার ছাদের সিঁড়ি ঘরের বিমের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

শারীরিক অসুস্থতা ও মানসিক চিন্তায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে নিহতের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবা‌নে অ‌স্ত্রের মু‌খে যুবক অপহৃত
পরবর্তী নিবন্ধএসআইবিএল-এর নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া