হাটহাজারীতে প্রবাসীর পরিবারের উপর হামলার ঘটনায় মামলা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর পরিবারের উপর প্রতিপক্ষের হামলার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে হামলায় আহত প্রান্ত মজুমদার (২৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দুই জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৩/৪ জনকে বিবাদী করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের বরদা চরন ডাক্তার বাড়ির প্রবাসী তপন কান্তি মজুমদারের পরিবারের সাথে এক প্রতিবেশী পরিবারের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ১১ এপ্রিল বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তপন মজুমদারের পরিবারের উপর হামলা করে। হামলায় তার পুত্র প্রান্ত, স্ত্রী কবিতা মজুমদার (৫০) ও শ্যালিকা রত্না মজুমদার আহত হয়।
পরদিন আহত প্রান্ত মজুমদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে সম্প্রতি মামলা হিসাবে রেকর্ড করে। ইতোমধ্যেই ঘটনা তদন্তপূর্বক দায়ীদের আইনের আওতায় আনতে থানার ওসি (তদন্ত) রাজিব শর্মাকে দায়িত্ব দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগরিব ও দুস্থদের খাদ্য সামগ্রী দিল পুলিশ
পরবর্তী নিবন্ধদোকানপাট ও শপিং মল খোলা রাখার দাবি