হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় আহত ১

সম্পত্তি নিয়ে বিরোধ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মনজুর আলম (৩০) নামে এক যুবক আহত হয়েছে। গত ২৪ নভেম্বর ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনজুর বাদী হয়ে ২৭ নভেম্বর ৬ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ৪৫৭/২০২০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, মনজুরের পরিবারের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ২৪ নভেম্বর রাতে সাবরেজিস্ট্রার বাড়ির দক্ষিণ পাশে যুগীরহাট গামী রাস্তার ওপর মনজুরকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আহত মনজুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো মোকিব হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমার অপসারণ দাবি
পরবর্তী নিবন্ধখুটাখালীতে ২০ একর বনভূমি উদ্ধার