চট্টগ্রামের হাটহাজারীতে বিস্ফোরক মামলায় পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল শুক্কুরকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পৌরসভার পশ্চিম আলমপুর ছালেহ আহমদ মেম্বার বাড়ির ছালেহ আহমদের পুত্র। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। রোববার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানা পুলিশের উপ–পরিদর্শক (সেকেন্ড অফিসার) গোফরান। হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম বলেন, আব্দুস শুক্কুর বিএনপির একজন অ্যাক্টিভ কর্মী হলেও তিনি কখনো সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত ছিলেন না। এটা তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আব্দুস শুক্কুর বিস্ফোরক মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।