হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার এবং যানজট তৈরী করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ৭ টি মামলায় মোট ১ লাখ ৭৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলায় চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এবং মির্জাপুর ইউপির চারিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান এ অভিযানে নেতৃত্বে দেন।
জানা যায়, চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে হাটহাজারী অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের রাস্তার পাশে জায়গা দখল করে দোকান বসিয়ে এবং মালামাল রেখে যানজট সৃষ্টি এবং মানুষের চলাচলে বাঁধা ও গণ উপদ্রুপ সৃষ্টির অপরাধে দন্ডবিধি আইন ১৮৬০ এর ২৯১ ধারাসহ সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৪৯ ধারায় মো.সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, মইনুদ্দিন, আবুল বশর, মুহিদুল ইসলাম নামের পাঁচ ব্যক্তিকে তেইশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১৫/২০ টি অবৈধ দোকান ও দোকানের সামনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে। অপরদিকে সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রি উঠানামা করা ও যানজট সৃষ্টির অপরাধে ৩নং বাসের এক চালককে এক মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার ইজারাদার এবং বাজার ব্যবসায়ী সমিতিকে বাজার তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং যানজট নিরসনে সার্বিকভাবে সহযোগিতা করতেও নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় বিকল্প কোন জায়গায় কাচাবাজার বসানোর বিষয় জায়গা দেখতে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশও প্রদান করেন তিনি।
এদিকে একইদিন দুপুরের দিকে বিনা অনুমতিতে কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার আবদুল হামিদ (৪০) নামের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উভয় নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।












