হাটহাজারীতে পৃথক অভিযানে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার পৌরসভার আলীপুর ও বড়দীঘির পাড় এলাকায় পৃথক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। অভিযান ২৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। করাত কল ও দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু আইসক্রিম জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, গত বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় নাজিম সমিল ও খাজা আজমির সমিলে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে করাতকল বিধিমালা ২০১২ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী করাতকলে কাঠের সঠিক রেজিস্ট্রার/হিসাব না রাখা ও অন্যান্য অপরাধে ২টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বনজ কাঠ রক্ষায় এবং কাঠের অবৈধ পাচার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। তাছাড়া একই দিন দিবাগত রাত ১০ টার দিকে বড়দিঘীর পাড় মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে রাস্তায় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় ৩ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তায় বারবার নিষেধ সত্ত্বেও জিনিসপত্র রাখায় ছোট ফ্রিজসহ আইসক্রিম জব্দ করে ফরহাদাবাদের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এতিম বাচ্চাদের মাঝে বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচউক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধভোটের মাধ্যমে হারানো অধিকার ফিরিয়ে আনব