হাটহাজারী উপজেলায় গতকাল মঙ্গলবার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এ সময় তিনি বলেন, আমরা হাটহাজারী উপজেলায় এ বছর সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দুর্গা পূজা উদযাপন করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মন্জুরুল আলম চৌধুরী, সদস্য শাহনেওয়াজ চৌধুরী, ওসি রুহুল আমিন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলম, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ, সহ সভাপতি অলক মহাজন, পরিমল কান্তি দে, সৈয়দ মুহাম্মদ নুরুল আবছার, বিজয় দত্ত, লায়ন রিমন মুহুরী, জাতীয় পার্টির নেতা লোকমান সিকদার, হাবিবুর রহমান রাজু, রকিবুল ইসলাম মো. সেলিম, পলাশ দে, কৃষ্ণ বণিক, কানু দাশ, ডা. রাসেল নন্দী, শিবু রামকৃষ্ণ দে, নিটু শীল, প্রিয়তোষ চৌধুরী, হরি রন্জন দে, ফতেয়াবাদ পূজা পরিষদ সভাপতি সঞ্জয় ঘোষ, সাধারণ সম্পাদক নয়ন পালিত, সুভাষ দে, দিলীপ দে, লিটন নাথ, নির্মল নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।