হাটহাজারীতে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা ফের কর্মস্থলে যোগদান শুরু করেছেন। এই আনন্দে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার থেকে তারা কর্মস্থলে যোগদান করে নিয়মিত কাজ শুরু করেছেন।হাটহাজারী বাস স্টেশনের জিরো পয়েন্ট মোড়ে মডেল থানার পুলিশের কর্মকর্তা ও আনসার সদস্যদের ফুল দিয়ে বরণ করে শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান,হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, মডেল থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান, ওসি তদন্ত নুরুল আলম, ওসি ইনভেস্টিগেশন সৈয়দ মোহাম্মদ ওমর, নিয়াজ মোরশেদ প্রমুখ। এরপর পুলিশের পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদেরকে মাথার টুপি, ছাতা লাঠি ও বাঁশি প্রদান করা হয়।