হাটহাজারীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপরাধমূলক কাজে ব্যবহৃত সিএনজিচালিত টেক্সি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছিপাতলী ইউনিয়নের গুরা হাজি বাড়ি সংলগ্ন নূর মোহাম্মদ সড়কের পাশে রাস্তার উপর থেকে যাত্রী সেজে টেক্সি ছিনতাই করার সময় হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি টেক্সি উদ্ধার করা হয়। এছাড়া প্রিভেন্টিভ ঘটনায় ২ জন, নিয়মিত মামলায় ১ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১ জন, ওয়ারেন্টমূলে ৩ জন, ৩ পুড়িয়া গাঁজাসহ ১ জনকে আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের সাজা প্রদানসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।