হাটহাজারীতে পুকুর ভরাট ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মো. লোকমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার আলীপুর ৪ নং ওয়ার্ডস্থ ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে পৌরসভার আলীপুর ৪ নং ওয়ার্ডের মৃত জরিপ আলীর পুত্র লোকমানকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধদোকানের সামনে পর্দা দিয়ে তালা কেটে চুরি
পরবর্তী নিবন্ধসুস্থতাগামী মাদকসেবীদের আইন ও অধিকার শীর্ষক মতবিনিময় সভা