হাটহাজারীতে একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে হাটহাজারী কৃষি ফার্ম সড়কের দক্ষিণ পাশে পৌরসভার ১নং ওয়ার্ডের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে যায়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। হাটহাজারী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাজমুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা লাশের পরিচয় এখনো জানা যায়নি।