হাটহাজারীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে প্রান্ত দে (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌধুরীহাটস্থ ব্রহ্মানন্দ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত একই এলাকার কাঞ্চন দের ছেলে এবং ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত দে বিদ্যালয়ে চলমান প্রাকনির্বাচনী পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরে ব্রহ্মানন্দ আশ্রমের সামনের পুকুরে গোসল করতে যায়। সেখানে চার বন্ধুসহ পুকুরে নামার একপর্যায়ে প্রান্ত পুকুরের মাঝখানে চলে গেলে সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। এ সময় তার অন্য বন্ধুরা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন পুকুরে জাল ফেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আলতাফ হোসেন বলেন, আমি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জেনেছি, ওই সময় পুকুরটিতে আরো অনেক লোকজন স্নান করছিলো। এর মধ্যে হঠাৎ করে প্রান্ত দে পুকুরে তলিয়ে যায়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকমিশন কিছু চাপিয়ে দেবে না : আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধগণপূর্তের আরও ২ জন বাধ্যতামূলক অবসরে