হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মো. জিহাদ () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই ইউনিয়নের বাকর আলি তালুকদার বাড়ির জাহেদুল ইসলামের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, জিহাদ দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের মসজিদ সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না দেখে আশেপাশে খোঁজ করতে শুরু করেন। পরে মসজিদের পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিহাদের চাচা সাইদুর ইসলাম জানান, ওইদিন বাদে আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নিষিদ্ধ পলিথিন জব্দ