হাটহাজারীতে পুকুরে ডুবে পুস্পা রানী দেবী (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের আলমপুর গ্রামের মহিন্দ্র মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার রুবেল কান্তি নাথের কন্যা। জানা যায়, গতকাল দুপুরের দিকে উল্লেখিত এলাকায় রুবেল নাথের ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে ওই শিশুকে পরিবারের লোকজন আশেপাশে না দেখে খোঁজ করতে থাকে। পরে পুস্পা রানী দেবিকে পাশের ওই পুকুরের পানিতে ভাসতে দেখলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী প্রধান শিক্ষক এইচএম মনসুর আলী পুকুরের পানিতে ডুবে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে শিশু পুস্পা রানী দেবীর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।