হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে রিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট গাজিপাড়া এলাকার ইমাম উদ্দিন টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।
নিহত শিশুর বড় ভাই বাপ্পি বলেন, পরিবারের লোকজন অজান্তে বাড়ির পার্শ্ববর্তী গাজিপাড়া জামে মসজিদের পাশে খেলাতে গিয়ে অসতর্কতাবশত পুকুরে পড়ে যায়। তাকে চারিদিকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধউড লেবার ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচবির পরিবহন পুলে যুক্ত হলো তিনটি গাড়ি