হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে প্রান্ত দে (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌধুরীহাটস্থ ব্রহ্মানন্দ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত দে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উল্লেখিত এলাকার কাঞ্চান দে এর পুত্র ওই বিদ্যালয়ের দশম শ্রেণির “ক” শাখার বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র প্রান্ত দে চলমান প্রাক-নির্বাচনী পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরে ব্রহ্মানন্দ আশ্রমের সামনের পুকুরে গোসল করতে যায়। সেখানে চার বন্ধুসহ পুকুরে নামার এক পর্যায়ে প্রান্ত দে পুকুরের মাঝখানে চলে গেলে সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। এসময় তার অন্য বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুকুরে প্রান্ত দে কে খুঁজে না পেয়ে পুকুরে জাল ফেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, আমি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জেনেছি,ওই সময় পুকুরটিতে আরো অনেক লোকজন স্নান করছিলো। এর মধ্যে হঠাৎ করে প্রান্ত দে পুকুরে তলিয়ে যায়। এ ব্যাপারে আমি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিবো। তবে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নাই বলেও জানান তিনি।
নিহত প্রান্ত দে এর প্রতিবেশী বিটু চৌধুরী মৃত্যুর বিষয়টি নিম্চিত করেছেন। এলাকায় তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার এই অকাল প্রয়াণে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।












