হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. কায়েছ নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার সবুজটিলায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার ওই ইউনিয়নের কাটিরহাট এলাকার মহরম আলীর পুত্র।
জানা যায়, সবুজটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান স্থানে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। অভিযানে মো. কায়েছকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাটি বহনকারী পিকআপ ট্রাকটি জব্দ করে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











