হাটহাজারীতে পাহাড় কর্তনের দায়ে ২ লাখ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের কারাদণ্ডাদেশ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:১৯ অপরাহ্ণ

হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো.কায়েছ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদন্ড এবং পনের দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার সবুজটিলায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এ দণ্ডাদেশ দেন।

দন্ডাদেশ পাওয়া মো. কায়েছ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কাটিরহাট এলাকার আবদুর রহমান টেন্ডলের বাড়ির মহরম আলীর পুত্র।

সূত্রে জানা যায়, উপরোল্লিখিত ইউপির সবুজটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান স্থানে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে একজন আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মাটি বহনকারী পিক আপ ট্রাকটি জব্দ করে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য পাঠানো হয়।

অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.শাহেদ আরমান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কার ছিটকে পড়ে কৃষকদল নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধলামায় ইটভাটায় অভিযানেকালে সংঘর্ষ, আহত ৫৭, গ্রেফতার ৮