হাটহাজারীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ৫:২১ অপরাহ্ণ

হাটহাজারীতে মো. হোসেন (৩০) নামের এ যুবকের গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার ৩নং আজিমপাড়ার মৌলানা আমিনের বাড়ীর আইয়ুবের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আত্মহননকারী হোসেন উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজি আজিজুল হকের বাপের বাড়ীর আবদুল খালেকের পুত্র।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রবাস ফেরত নিহত হোসেনের বাড়ি মেখল ইউনিয়নে হলেও সে স্ত্রী নিয়ে গত তিনমাস ধরে আজিমপাড়া এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। ঘটনারদিন সকালে ভাড়া বাসার মালিক পক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে ভেতর কারো কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার পেছনের জানালা দিয়ে উকি দেয়। এসময় রুমের সিলিং ফ্যানের আংটার সাথে ঝুলন্ত অবস্থায় হোসেনকে দেখতে পায়।

এসময় বাসায় অন্য কেউ ছিলেন না। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে আটকানো বাসার দরজা ভেঙে বাসায় ঢুকে লাশটি উদ্ধার করে।

লাশটির শরীর ফুলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে থাকা মডেল থানার উপপরিদর্শক হাবিব সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেখল ইউনিয়নের ইউপি সদস্য মামুন এবং ঘটনাস্থলে থাকা সাবেক মেম্বার আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য হলে গত কয়েকদিন পূর্বে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে হোসেন আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে গত ২/৩ দিন পূর্বে সে আত্মহত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দেশীয় অস্ত্রসহ পিচ্চি জাহিদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় মোটরসাইকেল উল্টে বিএনপি নেতার মৃত্যু