হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি  | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভায় পুকুরের পানিতে ডুবে পূজা বড়ুয়া () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দ্রপুরস্থ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পূজা বড়ুয়া চন্দ্রপুর বেনুবন বিহারের দায়ক চন্দন বড়ুয়ার দ্বিতীয় কন্যা। সূত্রে জানা যায়, নিহত পূজা বড়ুয়া খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে তাকে পরিবারের লোকজন আশেপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে। দীর্ঘক্ষণ পর পুকুরে পূজা বড়ুয়াকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী শিক্ষক পিম্পু বড়ুয়া ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে ব্যাটারি রিকশায় বাসের ধাক্কা, চালকসহ আহত ২
পরবর্তী নিবন্ধজাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ