হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে নুর উদ্দিন নামে এক চৌকিদার আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা ছিপাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত নুর উদ্দিন জানান, সকালে ডিউটি করার জন্য বাড়ি থেকে বের হয়ে ছিপাতলী ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে একটি পাগলা কুকুর হঠাৎ তার বাম পায়ে কামড় দেয়। তার চিৎকারে উপস্থিত লোকজন দ্রুত এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসাপাতালে প্রেরণ করা হয়। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর কামড়ের ভ্যাকসিন না থাকায় পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করা হয়। পাগলা কুকুরটিকে স্থানীয়রা মেরে ফেলছে বলে জানান।
ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু বলেন, পাগলা কুকুরের কামড়ে নুর উদ্দিন নামে এক চৌকিদার আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। পৌর প্রশাসক আবু রায়হান বলেন, কুকুরের কামড়ে আহত চৌকিদারকে পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।











