হাটহাজারীতে পরিবেশ আইন উপেক্ষা করে প্রকাশ্যে শতবর্ষী প্রাচীন একটি পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। এভাবে পরিবেশ আইনকে তোয়াক্কা না করে জনসমক্ষে প্রাচীন পুকুরটি ভরাটের ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পানির সংকটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
মঙ্গলবার বিকালের দিকে সরেজমিনে ঘটনাস্থল উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নামারবাজার এলাকায় গিয়ে দেখা যায়, মেখল রমেশ মহাজন সড়কের নামার বাজার সংলগ্ন পূর্ব পাশের বিশাল প্রাচীন পুকুরটির পশ্চিম পাশের বিরাট একটা অংশ ভরাট করে ফেলেছে কে বা কারা।
এ ছাড়া পুকুরের চারপাশের বড় বড় গাছও কেটে ফেলা হয়েছে। কারা পুকুরটি ভরাট করছে জানতে চাইলে উপস্থিত কেউ সে তথ্য দিতে পারেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ওই এলাকার প্রভাবশালী কয়েকজন মিলে সরকার পরিবর্তনের এ সময়টিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় পুকুরটি ভরাট করা হচ্ছে।
মেখল ইউনিয়ন পরিষদের অদূরে বিশাল গত ১৫/২০ দিন ধরে এই প্রাচীন পুকুরটি রাতে দিনে দাপটের সাথে ভরাট করা হলেও আজ পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আরেকটি সূত্রে জানা গেছে, পুকুরটি যারা কিনেছেন তারা ভরাট করে প্লট বানিয়ে বিক্রি করবেন। এজন্য যেখানে যেভাবে ম্যানেজ করতে হয় তারা তা করেছেন। যার কারনে সবাই চুপ।
বিষয়টি সম্পর্কে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমিজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসিল্যান্ড স্যার বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান মঙ্গলবার বিকালের দিকে এ প্রতিবেদককে জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। আমি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।