হাটহাজারীতে দৌলত শরীফ (৫২) নামের ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ । গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে উত্তর ফরহাদাবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উত্তর ফতেয়াবাদ ধোপার দিঘির পাড়স্থ চট্টগ্রাম– খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার পকেটে থাকা এনআইডি কার্ড পাওয়া যায়। এনআইডি কার্ডের ঠিকানামতে উপস্থিত জনতা তাকে (নিহত ব্যক্তি) উত্তর মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাটের আবদুর রহমান ডাক্তার বাড়ির মৃত ফজল করিমের পুত্র বলে জানায়। তবে কেনো কিভাবে কখন ওই ব্যক্তি মারা গেছে তা কেউ জানাতে পারেননি। পরে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। এদিকে লাশটি দেখার পর স্থানীয় এক ব্যক্তি নিজের ফেসবুক থেকে একটি লাইভ দিলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্ত করেন। নিহত ব্যক্তি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের দৌলত শরীফ পৌরসদরের হাটহাজারী বাজারের একজন ব্যবসায়ী। তিনি গত বৃধবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার নিকট আত্মীয় শহীদুল। তিনি জানান, ওনার পকেটে যে এনআইডি কার্ড পাওয়া গেছিলো ওটা ছিলো ওনার শালার। উত্তর মাদার্শা বদিউল আলমহাট ওনার শ্বশুড় বাড়ি। ১পুত্র ও ৩ কন্যা সন্তানের পিতা দৌলত শরীফ এক সময় প্রবাসী ছিলেন, গত কয়েকবছর পূর্বে প্রবাস থেকে এসে হাটহাজারী বাজারে ব্যবসা করছিলেন তিনি। জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার বিভাস কুমার সাহা জানান, খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাতহাল প্রতিবেদন তৈরী করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারন জানা সম্ভব হবে বলেও জানান তিনি।