‘নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’–এর অধীনে পরিচালিত নূরানী মাদরাসাসমূহের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত রোববার বোর্ডের হাটহাজারী পৌরসভার প্রধান কার্যালয় মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মৃফতি জসিম উদ্দিন।
২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দেশব্যাপী ৩ হাজার ৯২টি কেন্দ্রে বোর্ডের আওতাধীন ১০ হাজার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে জিপিএ–৫ অর্জনকারী ৪৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থীকে বোর্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সর্বোচ্চ মেধাতালিকা ‘টপ–২০’–এ স্থান পাওয়া ২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীকে বিশেষ মেধাবী স্বীকৃতিপত্র প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী, মাহমুদুল হাসান, জমির উদ্দীন, যুগ্ম মহাসচিব মীর মুহাম্মদ আনিস, ওসমান শাহনগরী, মাওলানা হারুন, নিজাম উদ্দীন এবং মুনির আহমদ প্রমুখ। বোর্ডের সিনিয়র প্রশিক্ষক–পরিদর্শক মনজুরুল ইসলাম ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আলীপুর নূরানী মাদরাসার ছাত্র এবং মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী জিহাদ আল হোসাইন। এতে বোর্ডের প্রশিক্ষক–পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হাশেম, মাহমুদুল হাসান, আবছার কামাল, শাহরিয়ার শরীফ, ফজলে রাব্বী, নোমান মেখলী, মাস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হেলাল উদ্দীন, মোখতার হোসাইন প্রমুখ। বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক আবুল হাশেম জানান, উদ্বোধনী দিনে কেন্দ্রীয় কার্যালয় থেকে উত্তর চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আগামীকাল থেকে দেশব্যাপী জেলা কার্যালয়সমূহে বোর্ডের পরিদর্শক ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আঞ্চলিক পর্যায়ে পুরস্কার বিতরণ কার্যক্রম শুরু হবে।












