হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম সৌমেন ঘোষ (৩৩)। তিনি উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আশিষ ঘোষের ছেলে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য। পুলিশ জানায়, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।












