হাটহাজারীতে নিম্নবিত্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ১৩ নম্বর মাদার্শা ইউনিয়নের আকবর শাহ্ সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণ তুলে দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বোর্ড সদস্য রাশেদ খাঁন মেনন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, মোহাম্মদ সফি, আওয়ামী লীগ নেতা মো. মনছুর আবদুল রশীদ, হারুন মিয়াজি, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মো. মামুন, রাশেদ খান, শামসুল আলম, আকবর হোসেন নবাব, নেজাম উদ্দিন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।