হাটহাজারীতে গতকাল রবিবার বিকালে নারকেল গাছ থেকে পড়ে নেজাম উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নেজাম ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং সড়কের মৃত ফয়েজ আহমদের পুত্র। চবির ১ নং সড়কের শহর মুল্লুক সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার গণমাধ্যমকে জানান, নেজাম উদ্দিন নারকেল পাড়তে উঠলে অসতর্কতা বসত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।