হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত রবিবার উপজেলার আওতাধীন বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরন করছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সরকারি নির্দেশনা অনুসরন করে স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তিনি অনুদানের চেক তুলে দেন। এই সময় সাংসদ উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের অসহায় দুঃস্থদের মধ্যে ও আর্থিক সহায়তার চেক প্রদান করেন। চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন, সহকারী কমিশনার( ভূমি) শরীফ উল্লাহ, বিভিন্ন ইউ পি চেয়ারম্যানবৃন্দ, মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আকবর হায়দর চৌধুরী, সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মনজুরুল আলম, প্রশাসনের কর্মকর্তাগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।