হাটহাজারীতে দোয়া ও মোনাজাত

খালেদা জিয়ার সুস্থতা কামনা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম(হাটহাজারীবায়োজিদ আংশিক) আসনের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার বক্তব্যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অসামান্য ত্যাগের ভূমিকা তুলে ধরে বেগম জিয়ার সুস্থতার জন্য সকলকে দোয়া করার অনুরোধ জানান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নায়েবে আমির এবং ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জেএসইউএসের প্রতিবন্ধী শিশুদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে আজিম আলীর আন্তরিকতা অনুকরণীয়