হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ায় দুর্বৃত্তের হামলায় মো. মনছুর (৩৬) নামে এক যুবক আহত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। আহত যুবক কালাবাদশা পাড়া এলাকার মো. আমিরুজ্জামানের পুত্র। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে আহতের পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন। স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহত মো. মনছুর ইট ভাটার ব্যবসা করে। সে গত বুধবার রাতে ইট ভাটার জ্বালানি হিসাবে খরিদ করা কয়লার টাকা পাওনাদারকে পরিশোধ করার জন্য ৫ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কালাবাদশা পাড়া দোকান এলাকায় আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটুনি দিয়ে সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয় ।