হাটহাজারীতে দুর্ঘটনায় শিশুর মৃত্যু চালক আটক

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মিনি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় উপস্থিত লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাক চালক মো. নেজাম (৫৩) কে আটক করে। নিহত শিশু ষোলশহর ২ নং গেইট মেহেরগলির আবদুল কাদেরের পুত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় আগামী ১৭ ডিসেম্বর ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইজতেমার মাঠে চলছে প্রস্ততি মূলক নানা কার্যক্রম। এই কার্যক্রমে অংশ নিতে নগরীর উক্ত স্থান থেকে আসেন চার বন্ধু। বিকাল সাড়ে তিনটায় দিকে রাস্তা পার হওয়ার সময় নাজিরহাটমুখী একটি মিনি ট্রাক আরাফাতকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় মহাসড়কের সরকারহাট বাজার থেকে আটক করে।নাজিরহাট হাইওয়ে পুলিশ মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তাছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক চালককে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে ও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধঅভিযুক্ত দুজন পেয়েছেন বিভাগ
পরবর্তী নিবন্ধবৈশ্বিক সামগ্রিক কল্যাণে রোটারি অনন্য ভূমিকা রাখছে