হাটহাজারীতে দুই সিএনজি টেক্সির সংঘর্ষে আহত ১১

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। একই ঘটনায় অন্তত আরো চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেনআকতার (২৬), মো. শুক্কুর (৪০), নুর (), পিংকি মহাজন (২৬), আলী চৌধুরী (৬৩), জনি কুমার রায় (৪০), মোস্তাফিজুর রহমান (৫৬), রাকিব (২০), নিজাম উদ্দিন (৬০), হারুন (৪২) ও মুসলিম উদ্দিন (৫৬)

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে উল্লেখিত স্থানে ফটিকছড়িমুখী ও চট্টগ্রামমুখী দুই সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রামথ ১১১৫২৯) এবং (অজ্ঞাত) মুখোমুখি সংঘর্ষ হলে উভয় সিএনজি অটোরিকশাগুলো দুমড়ে মুচড়ে যায়। এতে দুই অটোরিকশার মোট এগারো জন যাত্রী আহত হয়। ঘটনার পর পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং আলি চৌধুরী (৬৩), জনি কুমার রায় (৪০), মোস্তাফিজুর রহমান (৫৬) ও রাকিব (২০) নামের চার আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

রাউজান গহিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত দশটার দিকে জানান, আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগোলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতাল থেকে ভুয়া ‘এনএসআই’ আটক