হাটহাজারীর বিভিন্ন স্থানে বেড়েছে চোরের উপদ্রব। উপজেলার বিভিন্ন স্থানে গত দুই সপ্তাহে ৮টি চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব চুরির ঘটনা থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চহুর খানহাটের হাসেমী নুর ভবনের লোহার গেইটের তালা কেটে একরাতে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ত্রিটন বৈষ্ণবের দুটি গরু চুরি হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ফরহাদাবাদ এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মিয়া শাহ ফরহাদাবাদীর মাজারের দরজার তালা ভেঙে সোলার বাতির দুইটি ব্যাটারি ও একটি মেশিন চুরি করে নিয়ে গেছে চোরের দল। একই রাতে মাজার সংলগ্ন সৈয়দ মোহাম্মদ রহিম উদ্দিন ও বাবুল সওদাগরের দুইটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনায় সৈয়দ মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যক্তি গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুরে একটি কমিউনিটি সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। এই ব্যাপারে কমিউনিটি সেন্টারের পক্ষে যীশু বিকাশ চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছেন। ৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের দেয়ালের ভেন্টিলেটর ভেঙে আলমারিতে রক্ষিত নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৫০ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। এঘটনায় অফিসের নাজির একরামুল হক সিকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাছাড়া গত ৬ ফেব্রুয়ারি উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকায় চীন প্রবাসী পলাশ কুমার সেন নামে এক ব্যক্তির বাসায় তালা ভেঙে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রায় প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।