হাটহাজারীতে দুই পক্ষে মারামারি, আহত ১০

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মন্দাকিনী এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেলে আবদুল মজিদ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ফটিকছড়ির নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দিদারুল আলম ও শফিউল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে ইউপি সদস্য মো. ইদ্রিস মিয়া বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসার পরামর্শ দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৪ ওয়ার্ডের আবদুল মজিদ চৌধুরী বাড়িতে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় আহত অন্যরা হলেন মোজাম্মেল (২৫), মো. আরমান (২৫), এরশাদ (২৬), রবিউল হোসেন (৩৪), ছবুরা খাতুন (৫২), মিনু আক্তার (২৮), উম্মি আক্তার (২৫), সুমি (১৪), শারমিন (২২)।
ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই প্রদীপ দে দুই পক্ষের মারামারি কথা নিশ্চিত করে বলেন-এখানে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে কেউ এ পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। তবে মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঅমলিন এক গান রেখে গীতিকবির চিরপ্রস্থান
পরবর্তী নিবন্ধঝড়ো হাওয়ার আভাস চট্টগ্রামে