হাটহাজারীতে দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ৩ দিন পর মামলা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) ও তানিম হোসেন (১৮) নামে দুই ছাত্রদল নেতাকে হত্যার ঘটনার তিন দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতরাতে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার রাতে নিহত অপির বাবা মিন্টু কুমার দাশ বাদী হয়ে সুদীপ্ত মহাজন (২৩) সহ অজ্ঞাত ৬/৭ জনকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় একটি ফুলের দোকানের সামনে পটিয়া থানার হাবিলাসদ্বীপ এলাকার হারাধন মাস্টার বাড়ির দীপক মহাজনের পুত্র সুদীপ্ত মহাজন তার সহযোগীদের নিয়ে মো. তানিম হোসেনের (১৮) সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় অপি দাশ আটকানোর চেষ্টা করলে ঘাতকরা তাকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। এ সময় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকলোনি থেকে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধনিউমার্কেটে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রচারণা