হাটহাজারীতে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দুটি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল সোমবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্টরা জানান, উচ্চ আদালতের নির্দেশে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কেবিসি ও ডুবাই নামে দুটি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। হাটহাজারী ইউএনও মোহাম্মদ রহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাজী নুরুল আমিন সওদাগর
পরবর্তী নিবন্ধপাইন্দংয়ে তোরাবিয়া রাজা মরিয়ম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন