হাটহাজারীতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা মূল্যে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেছে সরকার। শুরুতে প্রতি কেজি ১০ টাকা হারে চালের মূল্য নির্ধারিত থাকলেও এবার মূল্যবৃদ্ধি করে প্রতি কেজি ১৫ টাকা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সরকারের এই কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নে ১শ পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে।