হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন ইটবোঝাই দুইটি ট্রাক বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ইট বোঝাই একটি ট্রাক নগীরর দিকে যাওয়ার পথে মিরেরহাট সংলগ্ন এলাকায় মহাসড়কের মাঝখানে হঠাৎ বিকল হয়ে পড়ে। বিগড়ে যাওয়া ট্রাকের মালামাল অন্য ট্রাকে তোলার সময় সেই ট্রাকটি ও বিকল হয়ে পড়ে। এতে করে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাড়কের উত্তর পাশে দুই কিলোমিটার ও দক্ষিণ দুই কিলোমিটার শতশত গাড়ি লাইনে দাড়িয়ে পড়ে। এসময় যাত্রীদের চরম দুর্ভোগের শিকারের পরিণত হতে হয়। যানজটের কারণে রোগীবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। রাত ১০ টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল।