হাটহাজারী খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-৮ থেকে ১৬ বছরের খেলোয়াড়ের দীর্ঘ মেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠান সমিতির সাধারণ সম্পাদক এম. এ. ছালামের সঞ্চালনায় সভাপতি মো. সেলিম চৌধুরী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন হাটহাজারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মির কফিল উদ্দিন। উদ্বোধক ছিলেন ছিপাতলী ইউ.পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু। বিশেষ অতিথি ছিলেন লায়ন সালাউদ্দিন আলী, খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি জাফরুল আলম চৌধুরী ,আছলাম মোরশেদ, মোহাম্মদ জাফর, শাহেদুল আলম শাহীন, মো. রাশেদ, নুরুল ইসলাম খোকন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল জসিম, ওসমান গণি, মো. রফিক, সিনিয়র সদস্য মোহাম্মদ শফি, সিরাজুল ইসলাম রাজু, ফুটবল প্রশিক্ষণ পরিচালনা কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন বাবু, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ম্যানেজার সাকেরিয়া চৌধুরী সাগর, মো. ইলিয়াছ মেহেদী, সমিতির সহ-সভাপতি অজয় দে, উপ-সহ সভাপতি মো. রফিকুল আলম, মো. মফিজ, আইয়ুব পাভেল, হেলাল, হোসেন মেহেদী, মঞ্জু সহ প্রমুখ। প্রায় ১০০ জন নতুন খেলোয়াড় নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শুরু হয়। নিয়মিত এই প্রশিক্ষণ চলবে।