হাটহাজারীতে বন বিভাগ দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করেছে।
গত রোববার চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন স্টেশন কমকর্তা মো. রাজিব উদ্দিন ইব্রাহিম। তিনি সত্যতা নিশ্চিত করে জানান, হাটহাজারী সংরক্ষিত বনাঞ্চল থেকে দিনব্যাপী অভিযানে আনুমানিক ২শত ৫০ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যাযনি। জব্দকৃত জ্বালানি কাঠ ১১মাইল বিট কাম চেক স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।অভিযান চলমান থাকবে।
এ সময় বন বিভাগের সহকারী স্টেশন কর্মকর্তা রেজাউল করিম, এফজি মিলন কান্তি মন্ডল, জীবন শান্তি চাকমা, আলমগীর কবির চৌধুরী, আশুতোষ দাশ সহযোগিতা করেন।












