হাটহাজারীতে দিনব্যাপী অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বন বিভাগ দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করেছে।

গত রোববার চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন স্টেশন কমকর্তা মো. রাজিব উদ্দিন ইব্রাহিম। তিনি সত্যতা নিশ্চিত করে জানান, হাটহাজারী সংরক্ষিত বনাঞ্চল থেকে দিনব্যাপী অভিযানে আনুমানিক ২শত ৫০ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যাযনি। জব্দকৃত জ্বালানি কাঠ ১১মাইল বিট কাম চেক স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।অভিযান চলমান থাকবে।

এ সময় বন বিভাগের সহকারী স্টেশন কর্মকর্তা রেজাউল করিম, এফজি মিলন কান্তি মন্ডল, জীবন শান্তি চাকমা, আলমগীর কবির চৌধুরী, আশুতোষ দাশ সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুদান
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় বায়ুদূষণ সচেতনতায় প্রচার অভিযান