হাটহাজারী পৌরসভার একটি ভবনের সীমানা প্রচীর টপকে ভেতরে ঢুকে দারোয়ানের কক্ষের তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় পৌরসদরের দেওয়াননগর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার হাটহাজারী মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন দুই ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি এলাকার বাড়িতে থাকেন মৃত চাঁন গাজীর পুত্র প্রবাসী ফরহাদ। ৭–৮ দিন আগে তিনি দেশে এসে তার বন্ধু মো. আলী মর্তুজার কাছ থেকে একটি মোটরসাইকেল (চট্টমেট্রো–হ–২২–২৯৫৫) কেনেন। গাড়িটি প্রতিদিনের মতো সোমবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দেওয়ান নগরস্থ ১ নম্বর পিডিবি সাব স্টেশনের পূর্ব পাশের ‘গাজী নূর ভবন’ এর সীমানা প্রাচীরের ভেতর দারোয়ানের কক্ষের ভেতর রাখেন। ওই বিল্ডিংয়ের ভাড়াটিয়া মো. মামুন উদ্দীনের (চট্টমেট্রো–হ–২০–৪৩৩০) মোটরসাইকেলটিও সেখানে রাখা ছিল। পরে গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নিচে গেলে দেখা যায় কক্ষের দরজার এবং গেইটের তালা ভাঙা। গাড়ি রাখা কক্ষে গিয়ে দেখেন সেখানে রাখা মোটরসাইকেল দুইটিও নেই। পরে বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, অজ্ঞাতনামা মুখবাধা দুই ব্যক্তি ভবনের সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে কক্ষের ও গেইটের দরজার তালা এবং গাড়ি দুটির লক ভেঙে নিয়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিম প্রবাসী ফরহাদ ও মামুন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান, যেভাবে সীমানা প্রচীরের ভেতর ঢুকে, সিসি ক্যামেরার তার কেটে, কক্ষের ও গেইটের তালা ভেঙে নিখুঁতভাবে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল তাতে বুঝা যাচ্ছে এরা পেশাদার চোর চক্র। ঘটনাস্থল পরিদর্শনকারী মডেল থানার উপ–পরিদর্শক সুমন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ওই চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে তদন্ত চলছে।