বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারীতে ছাগল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ পাহাড়তলী ছাত্রদলের সভাপতি কে এম মিনহাজ মাসুম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জাহান মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা এম ইলিয়াছ আলী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহজাহান খাঁন, যুবদল নেতা মোহাম্মদ হাসেম, ফোরকান হোসেন সুমন, নুরুল আলম নুরু, মোহাম্মদ সাহেদ। বক্তব্য রাখেন দক্ষিণ পাহাড়তলী ছাত্রদলের সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, এস এম নিজাম উদ্দীন তুহিন, এম এ মতিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জুয়েল আলম, কায়সার সাদমান, ইয়ামান মজুমদার, নুরুল হুদা হৃদয়, সাংগঠনিক সম্পাদক হাসিবুল করিম রাফি, ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ, আব্দুল নূর কায়েস, মেহেরাজ হোসাইন, মোহাম্মদ মুন্না, তৌফিক ওমর, রবিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ নিয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে নেতা-কর্মীদের রাজপথে নামার আহ্বান জানান। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষে সভা শেষে তারেক রহমানের পক্ষ থেকে ছাগল প্রদান করা হয়।