আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ও আজিজিয়া কাজেমি ট্রাস্ট বাংলাদেশের সহযোগিতায় হাটহাজারী ছিপাতলীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) আজ অনুষ্ঠিত হবে। দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ) এর নেতৃত্বে ছিপাতলী মাদ্রাসা ও দরবার প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়ে হাটহাজারীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানীয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম শেরে বাংলা (রহ.) দরবার শরীফ প্রাঙ্গণে গিয়ে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল শেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












